Friday, July 20, 2018

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনের সমাবেশে জনতার ঢল

ডিসিএফ রিপোর্টঃ বিএনপির চেয়রপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ।বিক্ষোভ সমাবেশ দুপুর তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থানের নেতা কর্মীরা ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ।

ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন (সম্মানিত উপদেষ্ঠা,দেশনেত্রী সাইবার ফোরাম) এর নেতৃত্বে  যাত্রাবাড়ী,শ্যামপুর,কদমতলী,ডেমরা থানার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর
একটি বিশাল মিছিল সমাবেশে অংশ নেয় ।

যাত্রাবাড়ী থানা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম জুম্মন এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর একটি মিছিল তানভীর আহমেদ রবিনের মিছিলে যোগ দিয়ে সমাবেশে অংশ নেয় ।

শেয়ার করুন

0 comments: